শেন ওয়ার্নের মায়াবী বিভ্রমের পাঁচ ডেলিভারি
কব্জির খেলায় তিনি অনন্য। তার ঘূর্ণি জাদুতে মায়াবী বিভ্রমে পড়ে যেতেন ব্যাটসম্যানরা। স্পিন মায়াজালে বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাকানি চোবানি খাইয়ে ছেড়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার এমন কিছু ডেলিভারি আছে, যা বারবার দেখেও অবিশ্বাস্য মনে হয়। শুক্রবার না ফেরার দেশে পাড়ি জমানো অজি কিংবদন্তির সেরা কয়েকটি ডেলিভারি এক নজরে দেখে নেওয়া যাক তার।
# লেগ স্টাম্পের বাইরে পড়ে বল গিয়ে আঘাত হানছে অফ স্টাম্পে, এটা কীভাবে সম্ভব তা এখনও ভেবে পান না ক্রিকেট ভক্তরা। ৩০ বছর আগের সেই অ্যাশেজ সিরিজে বোকা বনে গিয়েছিলেন স্পিনের বিপক্ষে নিজেকে পারদর্শী প্রমাণ করা মাইক গ্যাটিং। ওই ডেলিভারিকে শতাব্দীর সেরা বল আখ্যা দেওয়া হয়েছিল।
# অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বলটি পা বাড়িয়ে খেলতে গেলেন অ্যান্ড্রু স্ট্রস। কিন্তু শেন ওয়ার্নের জাদুকরী সেই ডেলিভারিটি স্ট্রসের পেছন দিয়ে গিয়ে ভেঙে দিল স্টাস্প। কী হলো বুঝতে না পেরে হতভম্ব ইংলিশ ওপেনার। ওয়ার্নের এই ডেলিভারিকেও অনেক শতাব্দীর সেরা বল বলে থাকেন অনেকে।
# অনেকটা অ্যান্ড্রু স্ট্রসের মতোই অভিজ্ঞতা হয় সাঈদ আনোয়ারের। অফ স্টাম্পের বেশ বাইরের বল ব্যাকফুটে খেলতে চাইলেন পাকিস্তানের সাবেক ওপেনার, কিন্ত ব্যাটে বলে হলো না। লম্বা টার্নে বল গিয়ে আঘাত হানে লেগ স্টাম্পে। হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সজঘরের পথ ধরের পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার।
# লেগ স্টাম্প বরাবর পিচ করলো বল, ভিভিএস লক্ষ্মণ রক্ষণাত্মক ভঙ্গিতে ফেরাতে চাইলেন। কিন্তু পরিস্কার টার্নে বল গিয়ে ভেঙে দিল অফ স্টাম্প। আরও একবার ওয়ার্নের স্পিন জাদুতে মায়াবী বিভ্রমের শিকার ভারতের সাবেক এই ব্যাটসম্যান।
# শিবনারায়ন চন্দরপল দারুণ খেলছিলেন। এর মধ্যে বোলিংয়ে এলেন শেন ওয়ার্ন। অজি স্পিন জাদুকরের অনেক বাইরে করা ডেলিভারিটি পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাকফুটে খেলার চেষ্টা করলেন চন্দরপল। কিন্তু এর আগেই ভেঙে গেল তার স্টাম্প।