ভিটলের মাধ্যমে ৩০ লাখ ব্যারেল রুশ তেল কিনেছে ভারতের আইওসি
ভারতের শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ওয়েল করপোরেশন (আইওসি) ভিটলের কাছ থেকে ৩০ লাখ ব্যারেল রাশিয়ান ইউরাল (তেল) কিনেছে। আগামী মে-তে এই চালান ভারতে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ ও কোম্পানি রাশিয়া থেকে তেল কেনা থেকে বিরত থাকে। এর ফলে রুশ ক্রুডে (অপরিশোধিত তেল) রেকর্ড পরিমাণ ডিসকাউন্ট দেওয়া হয়।
আইওসি ফেব্রুয়ারির শেষের দিকে জানিয়েছিল, বিভিন্ন জটিলতা এড়াতে ডেলিভারির ভিত্তিতে রাশিয়া থেকে তেল কিনবে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পণ্য হিসেবে তেলের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ায় আর সরাসরি বাণিজ্য না হওয়ায় কারগো খরচ দেওয়া সমস্যার মনে করছে না প্রতিষ্ঠানটি।
সূত্রমতে জানা গেছে, প্রতি ব্যারেলে ২০-২৫ ডলার ছাড় দিয়ে তেলের কারগো বিক্রি করেছে ভিটল। সাধারণত বাণিজ্যিক চুক্তির ব্যাপারে কোনো মন্তব্য করে না কোম্পানি দুটি।
অন্যদিকে, আবু ধাবির মুরবান ক্রুড থেকে ২০ লাখ ব্যারেল এবং নাইজেরিয়ার আকপো ও ফোরকাদোজ এবং ক্যামেরুনস কোল থেকে ১০ লাখ ব্যারেল করে কিনেছে।
সূত্র: রয়টার্স