বিশ্বকাপ জিততে চান মিরাজ
স্বপ্নের আবার সীমানা কী! স্বপ্নই যখন দেখা, বড়টাই দেখতে হবে। এই থিওরিতে বিশ্বাসী মেহেদী হাসান মিরাজ। শুধু সিরিজ বা সফর নয়; বাংলাদেশের ডানহাতি এই অলরাউন্ডার জানালেন এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চান তারা। সেই মাফিক পরিকল্পা করে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানালেন মিরাজ।
ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই শক্তিশালী দল, চেনা আঙিনায় জয়ের অভ্যাস হয়েছে আরও আগে। কিন্তু বিদেশের মাটিতে জয়ের দেখা মিলতো কালেভদ্রে। নিউজিল্যান্ডে জয় পাওয়া স্বপ্নের মতো ছিল বাংলাদেশের, গত জানুয়ারিতে সেই স্বপ্ন ছুঁয়ে দেখেছে তারা। ২০ বছরের অপেক্ষা ফুরিয়ে এবার দক্ষিণ আফ্রিকাতেও বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ।
বিদেশে বিরুদ্ধ কন্ডিশনে জয়ের স্বাদ নিতে থাকায় স্বপ্নের পরিধিও বাড়তে শুরু করেছে বাংলাদেশের। এবার তাদের দৃষ্টি বৈশ্বিক শিরোপা জয়ে। তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। একবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ এবার দৃষ্টি রাখছে সোজা শিরোপায়। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটে-বলে অবদান রাখা মিরাজ তেমনই জানালেন।
২০ মার্চ জোহানেসবার্গের ওয়ার্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিম ইকবালের দল। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন আরও বড় স্বপ্নের কথা, 'স্বপ্ন যদি বড় না থাকে, তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই।'
'দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি, যাতে আমরা ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।' যোগ করেন মিরাজ।