সিরিজ জেতার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
দারুণ এক জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো দেশটিতে কোনো ফরম্যাটে জয় পাওয়া বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্য নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।
এই ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ম্যাচটি জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।
আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে প্রোটিয়ারা তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে।
বাদ পড়েছেন এইডেন মার্করাম, ইয়ানেমান মালান ও আন্দিলে ফেলকুয়াওয়ো। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল ও তাবরাইজ শামসি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ভ্যান ডর ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ও তাবরাইজ শামসি।