করোনামুক্ত সনদের দাবিতে আইইডিসিআর-এ কুয়েত প্রবাসীদের অবস্থান
করোনা ভাইরাসমুক্ত সনদের জন্য কুয়েতগামী বাংলাদেশিরা রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) অবস্থান নিয়েছেন।
অবস্থানকারীরা জানান, বৃহস্পতিবার সকালে তারা কুয়েত দূতাবাসে গিয়ে জানতে পারেন, আইইডিসিআর থেকে করোনা ভাইরাসমুক্ত সনদ না দেওয়া পর্যন্ত তাদেরকে ভিসা দেওয়া হবে না। এরপর একে একে কুয়েতগামীরা জড়ো হন আইইডিসিআর ভবনের সামনে।
তবে আইইডিসিআর করোনা ভাইরাসমুক্ত কোনো সনদ দেয় না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, কারও মধ্যে লক্ষণ-উপসর্গ না থাকলে করোনা শনাক্ত করা যাবে না। করোনা আছে কি না তা শনাক্তের জন্য আমরা পরীক্ষা করছি।
তিনি আরও বলেন, এ ভাইরাস শনাক্ত করার জন্য আইইডিসিআর পরীক্ষা করে; তবে কোনো ধরনের সনদ প্রদান করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। বিভিন্ন দূতাবাস থেকে সনদের জন্য লোকদের আমাদের এখানে পাঠানো হচ্ছে । আমরা গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে অনুরোধ করছি, আমাদের সঙ্গে আলোচনা না করে কাউকে এখানে পাঠাবেন না। এতে আমরাও বিব্রত হচ্ছি, আর যারা সনদের আশায় আসছেন, তারাও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা অনুরোধ করব, দূতাবাসগুলো যেন সরাসরি আমাদের কাছ থেকে জেনে নেন- আমরা এ ধরনের কোনো সনদ দিতে পারি কি না ।