কাশ্মীর ফাইলস নিয়ে নওয়াজের প্রতিক্রিয়া অবাক করবে, পরিচালককে নিয়ে এ কী বললেন…
'দ্য় কাশ্মীর ফাইলস' কেমন লাগল? এমন প্রশ্নে যে প্রতিক্রিয়া এল নওয়াজউদ্দিন সিদ্দিকির থেকে, তা সত্যি অবাক করার মতো বটে! ১১ মার্চ মুক্তি পেয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ইতিমধ্যেই তা কোলাহল ফেলে দিয়েছে চারিদিকে। ছবি নিয়ে আলোচনা, জল্পনা সবই হচ্ছে। এবার ছবি নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে দেখা গেল নওয়াজকে।
নওয়াজ জানান, তার এখনও সুযোগ হয়নি কাশ্মীর ফাইলস সিনেমাটি দেখার। তবে অবশ্যই দেখবেন। সঙ্গে তার কাছে যখন প্রশ্ন করা হয় বলিউডের একটা অংশ এই ছবির বিরোধিতা করেছে, তার কী মত; নওয়াজ জানান, 'আমার এই নিয়ে কোনো ধারণা নেই। তবে আমি এটা বলতে পারি প্রত্যেক পরিচালকের ছবি বানানোর একটা নিজস্ব ভঙ্গিমা আর ধরন থাকে। যেটা ভালো। পরে কেউ আবার এই বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমা বানাবে। যেটা আরও ভালো হবে।'
তিনি আরও বলেন, 'যখন একজন পরিচালক একটা সিনেমা বানান, তখন তাতে তাঁর দৃষ্টিভঙ্গি থাকে তাতে। সেটা কোনও সত্যি ঘটনা নিয়ে তৈরি ছবি হোক না কেন! এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি ছবিটি দেখিনি এখনও।'
ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিখানা। ১৯৯০ সালে ঠিক কী হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের সাথে সেটা জানার উৎসাহ এখন সবার মনে। যদিও কেউ কেউ এই ছবি দেখে দাবি করেছেন, বিবেকের ছবি সমাজের হিন্দু-মুসলমান ঐক্যকে নষ্ট করে দিতে পারে। সমাজকে ভেঙে টুকরো করে দিতে পারে। এই তো দিনকয়েক আগে কেজরিওয়ালও কটাক্ষ করে বলেছেন, 'ওরা চাইছে সিনেমা ট্যাক্স ফ্রি করা হোক, যাতে সবাই দেখতে পারে। এতই যদি সবাইকে দেখানোর ইচ্ছে তাহলে সিনেমা ইউটিউবে দিয়ে দিক না। সবাই ফ্রিতে দেখে নেবে।'