অস্কারে এর আগেও জাডাকে নিয়ে ঠাট্টা করেছেন ক্রিস, কিন্তু সেবার হেসেছিল সবাই
শুধু এবার না, ২০১৬ সালের অস্কারেও উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক। তবে এবার একটু বাড়তি সংযোজন ছিল। স্ত্রীকে নিয়ে একজন কমেডিয়ানের রসিকতা নিয়ে না পারা স্মিথ অনুষ্ঠান চলাকালেই ক্রিসের গায়ে হাত তুলেন।
এবারের অস্কারে জাডার চুলবিহীন মাথার দিকে ইঙ্গিত করে রক বলেছিলেন, "আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় আছি।" ১৯৯৭ সালের ছবি 'জি আই জেন'-এ মূল নারী চরিত্রের মাথায় চুল কম ছিল। সেই প্রসঙ্গ টেনেই ক্রিসের এই ঠাট্টা।
এই রসিকতা শুনে উইল স্মিথকে প্রথমে হাসতেও দেখা যায়। কিন্তু স্ত্রীর গোমড়া মুখের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যেই বদলে যায় তার মুখভঙ্গি। মঞ্চে উঠে কোনো কথা না বলেই ডানহাতে সজোরে ক্রিসের গালে একটি চড় বসিয়ে দেন স্মিথ!
এরকম সহিংস আচরণ নিয়ে বেশ নিন্দার ঝড় উঠেছে তারকাদের মহলে। অনেকে উইল স্মিথের অস্কার বাতিল করারও আহ্বান জানিয়েছেন।
২০১৬ সালের অস্কার বয়কট করেছিলেন জাডা ও উইল স্মিথ। সেবারও অস্কারের সঞ্চালক ছিলেন ক্রিস রক। তিনি জাডার বয়কট নিয়ে রসিকতা করে বলেছিলেন, ''আমি যদি রিয়ানার অন্তর্বাস বয়কট করার ঘোষণা দেই, সেটা যেমন শোনাবে, জাডার অস্কার বয়কট করাও তেমনই শোনাচ্ছে। কারণ আমি তো আমন্ত্রিতই না।''
এই মন্তব্যের পরে হেসে ওঠেছিলেন উপস্থিত সকলে। অতিথিদের মধ্যে ছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি ক্যামেরার সামনে হাসি থামাতেই পারছিলেন না।
ক্রিস রক অস্কারের ইতিহাসে সবচেয়ে খ্যাতনামা সঞ্চালকদের একজন। রাজনীতি, বর্ণবাদ থেকে শুরু করে প্রায় সবকিছু নিয়ে রসিকতা করেছেন তিনি অস্কারের মঞ্চে। অনুষ্ঠানে সামনের সারিতে বসা তারকাদের নিয়ে মজা করা যেকোনো অ্যাওয়ার্ড শোয়েরই একটি অঘোষিত রীতি। কিন্তু এবারই ঠাট্টা নিয়ে কাউকে চটে যেতে দেখল অস্কার।