অস্কারে থাপ্পড়-বিতর্ক: উইল স্মিথের ছবির কাজ স্থগিত রাখলো নেটফ্লিক্স
রাগের মাথায় এক চড় মেরে বসার খেসারত যে এমন নির্মমভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি উইল স্মিথ! জনসম্মুখে ক্ষমা চাওয়া, হলিউডের একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে স্বেচ্ছায় পদত্যাগ- কোনোকিছুতেই রক্ষা হচ্ছে না তার। এবার উইল স্মিথের ছবি 'ফাস্ট অ্যান্ড লুজ' এর কাজ স্থগিত রাখলো নেটফ্লিক্স।
গত ২৭ মার্চ অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। নিজের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করায় এ প্রতিক্রিয়া দেখান 'দ্য পারস্যুট অব দ্য হ্যাপিনেস' অভিনেতা। এর কিছুক্ষণ পরেই 'কিং রিচার্ড' চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা শাখায় অস্কার জেতেন উইল স্মিথ।
অস্কারে এই থাপ্পড়-কান্ডের সপ্তাহখানেক আগেই 'ফাস্ট অ্যান্ড লুজ' সিনেমার প্রজেক্টটি থেকে সরে আসেন পরিচালক ডেভিড লিচ। এর বদলে তিনি রায়ান গসলিং অভিনীত 'ফল গাই' পরিচালনা করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।
অস্কারে উইল স্মিথের ওই বিতর্কিত আচরণের পর ডেভিড লিচের বদলি পরিচালক খুঁজছে নেটফ্লিক্স। তবে ডেভিড লিচ যে অনিচ্ছাকৃতভাবে হলেও একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছিলেন, সেকথা বলাই বাহুল্য!
'ফাস্ট অ্যান্ড লুজ' চলচ্চিত্রে অপরাধ জগতের মাফিয়ার ভূমিকায় অভিনয় করার কথা ছিল উইল স্মিথের, যে কিনা একটি আক্রমণের পর নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
প্রতিবেদন অনুযায়ী, অস্কার-বিতর্কের পর সনি'র 'ব্যাড বয়েজ' এর কাজও থেমে আছে। যদিও অস্কারের আগে ছবিটির কাজ পুরোদমে চলছিল এবং উইল স্মিথকে ৪০ পৃষ্ঠার একটি স্ক্রিপ্টও দেওয়া হয়েছিল।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার