একই বাড়িতে রণবীর-আলিয়ার বিয়ে, চাচা রণধীর জানেন না কিছুই!
চলতি এপ্রিলেই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউডের এক সূত্র জানিয়েছে, বিয়ের খবর একেবারে নিশ্চিত। চেম্বুরে কাপুর খানদানের ঐতিহ্যবাহী বাড়িতেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি। তবে কোনো কোনো সূত্র এমনটিও দাবি করছে, এপ্রিলে নাকি শুধু আংটি বদল হবে, এরপর ডিসেম্বরে ধুমধাম করে বিয়ের আজ সারবেন তারা।
রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন কাপুর পরিবারের প্রবীণ সদস্য রণবীরের চাচা রণধীর কাপুর। হিন্দুস্তান টাইমসকে মহারাষ্ট্রের শিরডি থেকে বর্ষীয়ান এই অভিনেতা জানান, "আমি মুম্বাইতে নেই আপাতত, বিয়ের ব্যাপারে আমি তো অন্তত কিছু শুনিনি। যদি আমার বাড়িতে এমন একটি বিয়ের অনুষ্ঠান হতো, তাহলে আমি নিশ্চিত কেউ অন্তত আমাকে ফোন করে জানাতো।"
অন্যদিকে, মেহেদী আর্টিস্ট বীণা নাগড়াও জানিয়েছেন, "এখনও পর্যন্ত আমার সঙ্গে অন্তত কেউ যোগাযোগ করেনি। আমার সঙ্গে দিন কয়েক আগেই আলিয়ার দেখা হয়েছিল, তবে বিয়ে নিয়ে কোনো কথা হয়নি।"
২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে শুরু তাদের প্রেম কাহিনি। বছর খানেক লোকচক্ষুর আড়ালে নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন তারা। ২০১৮ সালে অভিনেত্রী সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটান এই জুটি। ২০২০ সালে রাজীব মসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা কাঁটা না হলে ওই বছরই বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের।
সম্প্রতি বিয়ে প্রসঙ্গে এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে রণবীর বলেছেন, "আমাকে কি কোনো পাগল কুকুরে কামড়িয়েছে যে আলিয়াকে কবে বিয়ে করছি সেই তারিখ ঘোষণা করে দেব আগেই? এইটুকু বলছি, আলিয়া এবং আমার দুজনেরই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের মণ্ডপে বসা।"
তা এই 'দ্রুত' মানে ঠিক কতটা তাড়াতাড়ি? সেই প্রশ্নও এড়িয়ে গিয়েছিলেন রণবীর।
শীঘ্রই অয়ন মুখোপাধ্যায়ের স্বপ্নের প্রোজেক্ট 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। এই ছবির সুবাদেই প্রথমবার বড় পর্দায় এই 'রিয়েল লাইফ' জুটিকে দেখবে দর্শক। বারবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৯ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আরও থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়রা।
- সূত্র: হিন্দুস্তান টাইমস