৯০ মিনিটের বদলে কাতার বিশ্বকাপের ম্যাচ ১০০ মিনিটের? অফিসিয়াল বিবৃতি ফিফার
মধ্য প্রাচ্যের দেশ কাতারে আর কয়েকমাস পরেই শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। এমনিতেই কাতারের তীব্র গরম নিয়ে ফুটবলারদের মাথাব্যথার শেষ নেই। একথা মাথায় রেখেই দীর্ঘদিনের চিরাচরিত রীতি ভেঙে এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হচ্ছে বছরের শেষ ভাগে। সেই সাথে পুরো স্টেডিয়াম থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত।
তবে এমন সময়েই গুঞ্জন শোনা যাচ্ছিল, এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চিরাচরিত ৯০ মিনিটের পরিবর্তে হতে পারে ১০০ মিনিটের! কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই গুজবকে উড়িয়ে দিয়েছে ফিফা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চান বল মাঠের বাইরে থাকাকালীন যে সময়টা নষ্ট হচ্ছে তা পূরণ করতেই ম্যাচ হবে ১০০ মিনিটের। কিন্তু ফিফার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, "কিছু রিপোর্ট এবং রটনা যা আজ আমাদের চোখে পড়েছে তার পরিপ্রেক্ষিতে ফিফা একটা জিনিস স্পষ্ট করে বলতে চায়। তা হলো, ফুটবল খেলার নিয়মে অর্থাৎ খেলার সময়ের দৈর্ঘ্যে কোনো পরিবর্তন আসছে না কাতার বিশ্বকাপে বা ফিফা অনুমোদিত অন্য কোনো টুর্নামেন্টে।"
সম্প্রতি ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ 'এ' তে সেনেগাল, নেদারল্যান্ডস এবং ইকুয়েডরের সঙ্গে রয়েছে স্বাগতিক কাতার। ৩২ টি দেশের মধ্যে ২৭ টি দেশ চূড়ান্ত হয়েছে। এখনও পাঁচটি দেশের নাম চূড়ান্ত হওয়া বাকি। ইউরো চ্যাম্পিয়ন ইতালি, চিলি ও কলম্বিয়ার মতো হেভিওয়েট দেশগুলো এবার বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস