জানা গেল রণবীর-আলিয়ার বিয়ের তারিখ
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে কত কয়েক দিন ধরে সংবাদমাধ্যমে জল্পনার শেষ নেই। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করছেন 'রালিয়া', এই খবর প্রকাশ্যে আসে গত মাসের শেষেই। তারপর থেকে বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে রীতিমতো শোরগোল। অবশেষে তাদের বিয়ের আসল তারিখ জানা গেল।
ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ই এপ্রিল আলিয়া-রণবীর বিয়ের পিঁড়িতে বসছেন। একদিন আগে হবে আলিয়ার মেহেদির অনুষ্ঠান। অভিনেত্রীর কাকা সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন রণবীরের বান্দ্রার বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান।
তবে আলিয়ার পরিবার থেকে বিয়ের খবর নিশ্চিত করা হলেও মুখ খোলেননি নীতু কাপুর। ছেলের বিয়ের প্রসঙ্গ উঠতেই সরাসরি নাকোচ করে দিচ্ছেন রণবীরের মা।
শুক্রবারই এক ইভেন্টে পাপারাতজিরা ঘিরে ধরে নীতুকে। জিজ্ঞাসা করে বিয়ের ব্যাপারে। প্রথমেই তিনি আকাশ থেকে পড়বার ভান করে বলেন, 'কার বিয়ে?' ছবি শিকারিরাও নাছোড়বান্দা। তারা বলে, 'আরকে স্যারের বিয়ের তারিখটাই আমাদের বলে দিন'। একথা শুনে নীতু বলেন, 'ভগবানই জানেন বিয়ের তারিখ, আমি তো জানি না'।
জানা যাচ্ছে ঋষি-পুত্রের বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত। সূত্রের খবর, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতাররা। অভিনেতা বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। রণবীরের তুতো বোন করিনা, করিশ্মা, জামাইবাবু সইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। কাপুর ও ভাট পরিবারের সব তারকাই হাজির থাকবেন নবদম্পতিকে আর্শীবাদ দিতে।
২০১৭ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবির সেটে শুরু রণবীর-আলিয়ার প্রেমের গল্প। আর সেই ছবি মুক্তির আগেই পরিণতি পাচ্ছে এই প্রেম কাহিনি। উল্লেখ্য, চলতি বছর ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।