ব্রিটেনের রানীর চেয়েও ধনী নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা
ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি বেশ ধনী। একটু-আধটু নয়, ব্রিটেনের রানির চেয়েও ধনী তিনি। কে এই অক্ষতা মূর্তি? আইটি জায়ান্ট ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা। এমনই দাবি করা হযেছে একাধিক রিপোর্টে।
ঋষি সুনাককে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে তাঁর স্ত্রী'র ধনসম্পদ, কর ফাঁকির উল্লেখ করছেন বিরোধীরা। ইনফোসিসের অন্যতম বড় শেয়ারহোল্ডার অক্ষতা।
সাম্প্রতিক এক রিপোর্টে উঠেছে বড় ধরনের অভিযোগ। তাতে বলা হয়, অক্ষতা মূর্তির বৈদেশিক উপার্জনে কর ছাড় দিয়েছে ব্রিটিশ কর কর্তৃপক্ষ। বিতর্কের উত্তরে অক্ষতা জানিয়েছেন, তাঁকে 'ইউকে কর নীতিতে অনাবাসিক হিসেবে বিবেচনা করা হয়।' এর অর্থ হল, ইনফোসিস থেকে ব্রিটেনের বাইরে থেকে আসা রিটার্নের উপর ব্রিটেনে কর প্রযোজ্য নয়। তবে শুক্রবার তিনি জানান, সমস্ত বিশ্বব্যাপী আয়ের উপরেও ব্রিটেনে কর দিতে শুরু করবেন তিনি। নিজেদের ভারতীয় আয়ের উপর কর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
একসময় ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঋষিকে তুলে ধরতেন বিশ্লেষকরা। কিন্তু ব্রিটেনে তুমুল মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তাঁর জনপ্রিয়তা ক্রমেই হ্রাস পেয়েছে। স্টক এক্সচেঞ্জের রিলিজ অনুসারে, ৪২ বছর বয়সী অক্ষতা ইনফোসিসে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের শেয়ারের মালিক, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৬৩১ কোটি টাকারও বেশি। অর্থাৎ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও ধনী অক্ষতা। রানী এলিজাবেথের ব্যক্তিগত সম্পদ প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড ($৪৬০ মিলিয়ন)।
ঋষি-অক্ষতার ৪টি বিশাল বাড়ি ও জমিজমা রয়েছে। এর মধ্যে রয়েছে ৭ মিলিয়ন পাউন্ড মূল্যের ৫ বেডরুমের বাড়ি, লন্ডনের কেনসিংটনে এবং ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকাতে বিলাসবহুল ফ্ল্যাটও।
অক্ষতা ২০১৩ সালে সুনাকের সঙ্গে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ক্যাটামারান ভেঞ্চারস স্থাপন করেন। সেই সংস্থার পরিচালক তিনি। তাছাড়া সমাজসেবা, শিল্প, ডিজাইনের কাজেও জড়িত অক্ষতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস