আজ অনুষ্ঠিত ২০২১-২২ সেশনের ডেন্টাল ভর্তি পরীক্ষা
২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা আজ (২২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়।
চিকিৎসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন, যার মধ্যে ঢাকায় পরীক্ষায় বসেছে ৩০ হাজার শিক্ষার্থী।
সরকারি ডেন্টাল কলেজে আসন রয়েছে ৫৪৫টি এবং বেসরকারি কলেজে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি।
১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল এক ঘণ্টা।
শিক্ষার্থীদেরকে পদার্থবিজ্ঞানে ২০ , রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ মার্কের প্রশ্নের উত্তর দিতে হয়েছে।