শেষ মুহূর্তের কেনাকাটার ধুম
কর্মজীবী মানুষ ও পরিবারের সদস্যরা নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন। তবু শুক্রবার ছুটির দিনে শপিংমল ও মার্কেটগুলোতে সকাল থেকে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। কেউ সকালে কেনাকাটা করে আজকেই বাড়ির উদ্দেশে রওয়ানা দিবেন।
আর তাই শেষ মুহূর্তে এখন জমজমাট ঈদবাজার। পোশাকের পাশাপাশি জুতা, স্যান্ডেল, প্রসাধনী, জুয়েলারি দোকানে ভিড় বেড়েছে।
বিক্রেতারা বলছেন, এখন যারা মার্কেটে আসছেন ঘোরাঘুরি না করে দ্রুতই পণ্য কিনছেন।
মৌচাক ও তার আশপাশের মার্কেট, বসুন্ধরা শপিংমল, নিউমার্কেট, চাঁদনি চক, গাউছিয়া সহ বড় বড় মার্কেটে ছিল উপচেপড়া ভিড়। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। অনেক বিক্রয়কর্মীই ক্রেতাদের সামলাতে হিমশিম খাচ্ছেন।
জোবায়ের আনসারী মৌচাক মার্কেটে এসেছেন স্ত্রী শম্পাকে নিয়ে। আগে শাড়ি কেনা হলেও জুতা আর গয়না কিনতে এসেছেন এবার শম্পা।
বসুন্ধরা মার্কেট থেকে পাঞ্জাবি ও শার্ট কিনেছেন মো. রিয়াদ। তিনি বলেন, 'আজ নিজের কেনাকাটা করতে এলাম, পরিবারের সদস্যদের কেনাকাটা রমজানের শুরুতেই করেছি।'
ভিড় বাড়ছে আতর-টুপির দোকানে
নতুন জামাকাপড় কেনার পাশাপাশি চাই ঈদের নামাজের জন্য নতুন টুপি, আর পাঞ্জাবির জন্য সুগন্ধি আতর। তাই ঈদ উদযাপন প্রস্তুতির শেষ সময়টাতে এসে ভিড় বাড়ছে টুপি-আতরের দোকানে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে, আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল। কেননা সাপ্তাহিক ছুটি, মে দিবস এবং ঈদের ছুটি মিলিয়ে টানা ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।