ইউক্রেনের ধন্যবাদ জানানো তালিকায় নেই এশিয়ার কোনো দেশ
কয়েকটি এশিয়ান দেশের সরকার ইউক্রেনকে মানবিক ও প্রতিরক্ষা সহায়তার প্রস্তাব দিলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে ইউক্রেন সরকারের প্রকাশিত তালিকায় নেই কোনো এশিয়ান দেশের নাম।
সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিওতে ৩১টি দেশের নামের তালিকা প্রকাশ করে। এই সবগুলো দেশ ইউক্রেনকে যুদ্ধ শুরুর পর থেকে রাইফেল, মেশিন গান, গ্রেনেড লঞ্চার ও বিভিন্ন অস্ত্র সহায়তা দিয়েছে।
আনুষ্ঠানিকভাবে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, আজারবাইজান, বেলজিয়াম, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মিশর, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন।
এই দেশগুলোকে ইউক্রেনের 'সহযোগী' ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি দেশগুলোকে 'কঠিন সময়ে সহায়তা ও দ্বিধাহীনভাবে সমর্থন' দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও অন্যান্য এশিয়ান দেশ থেকে ইউক্রেনে মানবিক সহায়তা ও নন-লিথাল প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে।
এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত ৭৮৪,৮০০ ডলারের নন-লিথাল সামরিক সরঞ্জাম ও মেডিক্যাল সরঞ্জাম পাঠিয়েছে ইউক্রেনে, আরও ১.৫৭ মিলিয়ন ডলার সহায়তা যাবে কিছুদিনের মধ্যে।
এরপরও যথেষ্ট সহায়তা দেওয়া হয়নি মর্মে সমালোচনার মুখে পড়েছে দেশটি। এ মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ভার্চুয়াল বৈঠকে দেশটির ৩০০ জনের মধ্যে মাত্র ৬০ জন নীতি-নির্ধারক উপস্থিত থাকায় সমালোচনা আরও বাড়ে।
এদিকে, মরণাঘাতী অস্ত্র না পাঠানোর নিজস্ব নীতিতে অটল থেকেছে জাপান।
ইউক্রেনের ধন্যবাদ জ্ঞাপন তালিকা প্রকাশের আগেই জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেন, জাপানকে কেন তালিকায় রাখা হয়নি তা জানিয়ে যোগাযোগ করা হয় তাদের সঙ্গে। তবে, মানবিক ও আর্থিক সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ায় ইউক্রেন কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলে জানান তিনি।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশ চীন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রতি নিন্দা না জানিয়ে শান্তি আহ্বান জানিয়েছে।