এভারেস্টের চূড়ায় বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চীন
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে চীন। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বৈজ্ঞানিক অভিযাত্রী দলের সদস্যরা মাউন্ট এভারেস্টে সফলভাবে বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়াবিদ ও অভিযাত্রীদের নিয়ে গঠিত পাঁচটি দল সম্মিলিতভাবে ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্ট শীর্ষের অদূরে ৮ হাজার ৮৩০ মিটার উচ্চতায় ওই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করে। ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্টের নর্থ ফেস বেস ক্যাম্প থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও পরিচালনা করেন চীনের আবহাওয়া বিজ্ঞান দপ্তরের কর্মকর্তারা।
পুরো অভিযানে ১৬টি দলের মোট ২৭০ জন বৈজ্ঞানিক ও অভিযাত্রী অংশ নিয়েছিলেন। শীর্ষে পৌঁছনো মূল দলে ছিলেন ১২ জন। উল্লেখ্য, এভারেস্টের দক্ষিণ ঢাল রয়েছে নেপালের দিকে, আর উত্তর ঢাল রয়েছে চীন অধিকৃত তিব্বতের দিকে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে এভারেস্টের চীন-নেপাল সীমান্তের কাছাকাছি।
- সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট