জেফরি এপস্টেইনের সাথে দেখা করা আমার 'ভুল' ছিল: বিল গেটস
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের বিল গেটস মনে করেন, যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত ধনকুবের জেফরি এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ তার জীবনে একটা 'ভুল' ছিল। বিবিসির টুডে প্রগ্রামকে দেওয়া সাক্ষাতকারে বিল গেটস এ মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে করা ইলন মাস্কের সমালোচনা প্রসঙ্গেও মুখ খুলেছেন গেটস।
নিজের সম্পর্কে আনা ষড়যন্ত্র তত্ত্বগুলোকে 'পাগলাটে' বলে আখ্যায়িত করেছেন বিল গেটস। সেসব নিয়ে জনসমক্ষে চেঁচামেচি করাটা কতটা দুঃসহ ছিল, সেটিও এ সাক্ষাতকারে উঠে আসে এই ধনকুবেরের মুখে।
দীর্ঘ একটা সময়জুড়ে বিল গেটস ছিলেন 'বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি'। সে তকমা এখন ইলন মাস্কের দখলে। এই দুই বিলিয়নিয়ারের মধ্যকার শীতল সম্পর্ক কারোরই অজানা নয়।
গত সপ্তাহে মাস্ক গেটসকে টেসলার স্টক 'শর্টিং'-এর জন্য অভিযুক্ত করেছিলেন। এর আগে টুইটারে গেটসকে আক্রমণ করে মাস্ক টুইটও করেন।
"আমার প্রতি ওনার (মাস্ক) আচরণ ভালো হওয়ার কোন প্রয়োজন দেখি না", ফোঁড়ন কাটেন গেটস।
মাস্কের যুক্তি মতে, তার ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলার 'শর্টিং', বিল গেটসের পরিবেশগত জনহিতৈষী কার্যক্রমকেও ছাড়িয়ে গেছে।
তিনি টেসলার বিরুদ্ধে বেটিংয়ে অংশ নিয়েছেন কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে গেটস বলেন, "জলবায়ু পরিবর্তনের সাথে এর কোনও সম্পর্ক নেই। আমার কাছে বৈচিত্র্যের আরও উপায় জানা রয়েছে।"
গেটস বলেন, "বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তাই এ গাড়ি বিক্রির প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে। সুতরাং বৈদ্যুতিক গাড়ির ধারণা গ্রহণ এবং কোম্পানিগুলোর লাভবান হয়ে ওঠার মধ্যে পার্থক্য রয়েছে।"
ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে সম্প্রতি কম হইচই হয়নি।
গেটসের মতে, "আমার ধারণা টুইটার আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে। আবার উল্টোটিও হতে পারে...আমি আমার স্বভাবজাত অপেক্ষা করে দেখব কী হয়।"
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বিল গেটসের বিশেষ আগ্রহ। এজন্য নয় যে, তিনি এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করেছেন; বরং তিনি একে ঘিরে এক ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
লম্বা একটা সময় তিনি ভ্যাকসিনের পক্ষে কথা বলেছেন- বিশ্বজুড়ে টিকা কর্মসূচীতে লাখ লাখ টাকা ব্যয়ও করেছেন।
এই খ্যাতি তাকে উদ্ভট এবং ভিত্তিহীন দাবির পাত্র করে তুলেছে- তিনি নাকি আদতে টিকা ডোজের মাধ্যমে লোকজনকে 'ট্র্যাক' করার চেষ্টা করেন। এমন অনেক তত্ত্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে, মহামারির সময়েও যা অব্যাহত ছিল।
বিল গেটস বলেন, "এসব দাবি এতটাই পাগুলে যে, আমি হাসতে বাধ্য হয়েছি।"
"সত্যিই আপনারা ভাবেন, আমি টিকার মাধ্যমে মানুষকে ট্র্যাক করি! আমি ভ্যাকসিনের পেছনে শতশত অর্থ খরচ করি। ভ্যাকসিন আমাকে অর্থ যোগায় না, ভ্যাকসিন জীবন বাঁচায়।"
এমন অনেক তত্ত্ববিদেরা তাকে রাস্তার ওপর এসে কথা শুনিয়ে গেছে বলেও গেটস জানান।
গেটস এবং তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস গত বছর বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই দম্পতি বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা 'বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন।
বিচ্ছেদ প্রসঙ্গে বিল বলেন, "আমার জীবন এখন ভিন্ন। আমার সন্তানেরা বাড়ি থেকে চলে গেছে, সবচেয়ে ছোটটিও এক বছর আগে কলেজে জয়েন করেছে। ডিভোর্স কঠিন; আমার জন্য এটা খুব কঠিন একটা বছর গেছে।"
খবর আসে, গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন, এটি তাদের দাম্পত্যে চিড় ঘটায়। এর আগে মেলিন্ডা জানান, জেফরি এপস্টেইনের সাথে বিলের যোগাযোগের কারণে উদ্বিগ্ন ছিলেন তিনি। এমনকি এ নিয়ে বিল গেটসকে মেলিন্ডা প্রশ্নবিদ্ধও করেন।
"আমি পছন্দ করছিলাম না যে, তিনি জেফরি এপস্টেইনের সাথে দেখা করছেন। আমি তাই বিষয়টি তার কাছে পরিষ্কার করে দেই।"
সে বৈঠক নিয়ে প্রশ্ন প্রসঙ্গেই গেটস বলেন, এপস্টেইনের সাথে কথা বলা তার 'ভুল' ছিল।
"এপস্টেইনের সাথে মিটিং আমার একেবারেই উচিত হয়নি। বোধহয় তার (মেলিন্ডা) অনুভূতি এসব ক্ষেত্রে আমার চেয়ে প্রখর ছিল।"