মাস্ক, স্যানিটাইজারের বেশি দাম রাখা ফার্মেসিতে র্যাবের অভিযান
করোনা ভাইরাসের শঙ্কার মধ্যে ঢাকা শহরের বিভিন্ন ফার্মেসিতে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজারের অতিরিক্ত দাম রাখার অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ সংলগ্ন ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়।
একই সময়ে পুরান ঢাকায় অবস্থিত মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
অভিযানের বিষয়ে তিনি বলেন, "করোনা ভাইরাসের ভয়কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজারের বেশি দাম রাখছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সেসব দোকানে অভিযান চালাচ্ছি।"
র্যাব বলেছে, অভিযান শেষ হলে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তারা জানাবেন।