দিল্লি ক্যাপিটালসের একাদশে নেই মুস্তাফিজ
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে খেলা হয়নি মুস্তাফিহুর রহমানের। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে গিয়ে কয়েকদিন কোয়ারেন্টিনে থাকতে হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে। যে কারণে প্রথম ম্যাচ খেলা হয়নি তার। এরপর প্রতিটি ম্যাচেই তাকে নিয়ে একাদশ গড়েছে দিল্লি। কিন্তু এবার ব্যতিক্রম দেখা গেল।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দিল্লির একাদশে নেই মুস্তাফিজ। বাংলাদেশ পেসারকে বাদ দিয়ে এই ম্যাচের একাদশ গড়েছে আইপিএলের দলটি। তার জায়গায় দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার আনরিক নরকিয়া। মুম্বাইয়ে চলমান এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছে দিল্লি ক্যাপিটালস।
অবশ্য কেবল মুস্তাফিজই নন, আজকের একাদশে আরও কয়েকটি পরিবর্তন এনেছে দিল্লি। বাদ পড়েছেন পৃথ্বী শ, অক্ষর প্যাটেল ও চেতন সাকারিয়া। বাঁহাতি স্পিনার অক্ষর চোটের কারণে একাদশে নেই বলে জানানো হয়েছে। তবে মুস্তাফিজের বাদ পড়ার কারণ জানানো হয়নি। চোট আছে বলে জানান দিল্লির অধিনায়ক রিশাভ পান্ত।
এবারের আইপিএলে বল হাতে সময়টা ভালো যাচ্ছিল না মুস্তাফিজের। প্রথম ম্যাচে ২৩ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পর টানা তিন ম্যাচে উইকেটশূন্য থাকেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। পরের দুই ম্যাচে একটি করে উইকেট পেলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছন্দ ফিরে পান মুস্তাফিজ, করেন জাদুকরী বোলিং। ১৮ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। কিন্তু সর্বশেষ ম্যাচে থেকে যান নিষ্প্রভ। ৪ ওভারে ৩৭ রানে কোনো উইকেট পাননি তিনি। এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে ৪টিতে উইকেট পাননি মুস্তাফিজ। সব মিলিয়ে ৮ ম্যাচে তার শিকার ৮ উইকেট।