ডলফিনের নির্যাতনকারীকে ধরতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা
যুক্তরাষ্ট্রের টেক্সাসে সৈকতে আটকে পড়া আহত একটি ডলফিনের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য দিলে ২০ হাজার মার্কিন ডলারপুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) পক্ষ থেকে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল সৈকতে গিয়ে আটকে পড়ে ওই ডলফিনটি।
টেক্সাস মেরিন মাম্মাল স্ট্রান্ডিং নেটওয়ার্কের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে, টেক্সাসের কুইনটানা সৈকতে একটি ডলফিনের আটকে পড়ার খবর জানানো হয়। তবে তখনও ডলফিনটি জীবিত ছিল। এরপরই ডলফিনটিতে সমুদ্রে পাঠানো হয়। এমনকি কয়েকজন ডলফিনটির ওপর চড়ারও চেষ্টা করে।
উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃত্যু হয় প্রাণীটির। ওইদিনের ভিডিও থেকে পাওয়া ছবি থেকে কাউকে চিনতে পারলে তা সরাসরি এনওএএ'কে জানাতে সংস্থাটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনাকে "দুঃখজনক" বলে অভিহিত করেছে কুইনটানা সৈকত কর্তৃপক্ষ।
টেক্সাস মেরিন মাম্মাল স্ট্রান্ডিং নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হেইডি ওয়াইটহেড জানান, নেক্রোপসির (প্রাণীর ওপর ময়নাতদন্ত) মাধ্যমে জানা গেছে যে ডলফিনটি ডুবে মারা গেছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইন অনুযায়ী, ডলফিনকে খাওয়ানো বা সাঁতার কাটানোর চেষ্টা করা, তাড়া করা বা পোষার চেষ্টা করাসহ এ ধরনের সকল আচরণ অবৈধ। এর লঙ্ঘন করলে ১১ হাজার ডলার জরিমানাসহ একবছরের জেল পর্যন্ত হতে পারে।
সূত্র: এনপিআর