নাৎসিদের বিরুদ্ধে জিতেছে রাশিয়া, ইউক্রেনের নব্য নাৎসিদের বিরুদ্ধেও জয়ের আশাবাদ পুতিনের
ইউক্রেনে রুশ হামলার বিষয়ে নতুন কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (৫ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিপক্ষে জয়ের ৭৭ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে ইউক্রেন ইস্যুতে নতুন কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা। তবে রেড স্কয়্যারের প্যারাডে তাকে আবারও একই কথার পুনরাবৃত্তি করতে শোনা গেল।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর সামরিক হামলা চালায় রুশ সেনাবাহিনী। এরপর থেকেই এ হামলা ছাড়া রাশিয়ার আর কোনো উপায় ছিল না বলে দাবি করে আসছিলেন পুতিন।
ইউক্রেনের হামলার বিষয়ে বরাবরের মতো এদিনও তিনি প্রায় ১০ হাজার সৈন্যর সামনে দাঁড়িয়ে বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার কথা শুনতো না। তাদের ভিন্ন পরিকল্পনা ছিল। তারা ক্রিমিয়াসহ রাশিয়া ঐতিহাসিক ভূমি আক্রমণের পরিকল্পনা করছিল।
ইউক্রেনে সামরিক অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের জার্মানির বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা করে সৈন্যদের উদ্দেশে বলেন, ভূমি ও এর ভবিষৎ রক্ষায় ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে লড়াই করছে রুশ সৈন্যরা। তিনি বলেন, প্রত্যেক সেনা ও কর্মকর্তার মৃত্যু আমাদের জন্য কষ্টকর। এসময় যুদ্ধে নিহতদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও আশ্বাস দেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর আগে থেকেই কিয়েভে নব্য-নাৎসিরা সরকার পরিচালনা করছে বলে অভিযোগ করে আসছেন।
সোমবার ইউক্রেন ইস্যুতে তিনি আরও বলেন, আমরা আমাদের মাতৃভূমির ভবিষ্যৎ রক্ষার জন্য লড়ছি। আমাদের কারোরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পাওয়া শিক্ষা ভোলা উচিত নয়। এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে লড়াই করা রুশদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এর পর উপস্থিত সৈন্যদের উদ্দেশে তিনি বলেন, 'রাশিয়ার জয়ের জন্য, বিজয়ের জন্য, বিজয়ের জন্য, হুররেহ!'
এর আগেও তিনি ইউক্রেনের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত ছিল বলে দাবি করেন। একইসঙ্গে রাশিয়া শান্ত ও ছন্দবদ্ধভাবে আক্রমণ চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছিলেন তিনি।।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে দুই সমর বিশেষজ্ঞের বরাতে বলা হয়েছে, পুতিন খুব সম্ভবত চূড়ান্ত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন না। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে পারে। এদিকে, অনেকে মনে করছেন, ডনবাসে বিজয় নিশ্চিত করার পর তিনি ইউক্রেনে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেবেন।
এর আগে, গত ৮ মে, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস বলেন, পুতিনের বিশ্বাস ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হবে না এবং এ কারণেই তিনি যুদ্ধে আরও বেশি করে জড়িয়ে পড়ছেন তিনি।
সূত্র: আল জাজিরা