তিউনিসিয়ার উপকূল থেকে ৩২ বাংলাদেশিসহ ৮১ অভিবাসী উদ্ধার
শনিবার (১৪ মে) ৩২জন বাংলাদেশিসহ ৮১জন অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে তিউনিসিয়ার নৌবাহিনী। লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে যাচ্ছিল তারা।
নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তিউনিসিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ছিল ক্ষতিগ্রস্ত নৌকাটি। খবর আরব নিউজের।
নৌকাটিতে ৩২ জন বাংলাদেশি ছাড়াও ৩৮ মিশরীয়, ১০ সুদানী এবং একজন মরক্কোর নাগরিক ছিল। তাদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে। তিউনিসিয়ার পার্শ্ববর্তী লিবিয়ার সীমান্তের কাছে আবু কাম্মাশের উপকূলীয় গ্রাম থেকে রওনা হয়েছিল তারা।
তাদেরকে ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপের যাওয়ার জন্য অন্যতম রুট তিউনিসিয়া ও লিবিয়া।