রেলপথে বাংলাদেশ থেকে পণ্য আমদানির অনুমতি দিলো ভারত
বাংলাদেশ থেকে রেলপথে সিল করা কন্টেইনারে পণ্য আমদানির অনুমতি দিলো ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।
ভারতীয় সংবাদপত্র লাইভমিন্ট জানিয়েছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় কর কর্তৃপক্ষের একটি সূত্র অনুসারে, ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে রেললাইনগুলো আমদানির জন্য উন্মুক্ত করা হচ্ছে।
বর্তমানে ভারত শুধু বাংলাদেশে পণ্য রপ্তানির জন্য রেলপথ ব্যবহার করে। ভারত থেকে বাংলাদেশে আসা কন্টেইনারগুলো ডেলিভারি শেষে খালিই ফেরত যায়।
নতুন নিয়মের ফলে, রপ্তানির জন্য একই পথ ব্যবহার করতে পারবে বাংলাদেশ।