ওয়েস্ট ইন্ডিজে একটি ফরম্যাট খেলতে চান না সাকিব
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ৫ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দেবে তারা। এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সফরে দল সাজানো নিয়ে রীতমতো পরীক্ষার সামনে পড়ে যেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
চোটের কারণে টেস্ট সিরিজে খেলা হবে না দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। হজ করতে পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। এবার সাকিব আল হাসানকে তিন ফরম্যাটে পাওয়া নিয়ে অনিশ্চয়তা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে চান না অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ওয়ানডে সিরিজ থেকে ইতোমধ্যে বিশ্রাম চেয়েছেন সাকিব, মৌখিকভাবে জানিয়েছেন তিনি। বিসিবি ব্যাপারটি বিবেচনায় রেখেছে, তবে এর জন্য সাকিবকে আবেদন করতে বলা হয়েছে। শ্রীলঙ্কা সিরিজ শেষে ছুটির আবেদন করবেন সাকিব। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে সাকিবকে তিন ফরম্যাটে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে।
এ বিষয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সে বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না, বিশ্রামের প্রয়োজন। মৌখিকভাবে জানিয়েছে এটা। টেস্ট খেলবে, সেটা জানিয়েছে। আমরা তার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। আমরাও তাকে সব ফরম্যাটে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। দেখা যাক, সাকিব নিজ থেকে কিছু বলে কিনা। আপাতত এসব নিয়ে কোনও কথা হচ্ছে না।'
বাংলাদেশ ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই আমেরিকা পরিবারের কাছে চলে যাবেন সাকিব। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যোগ দেওয়ার কথা তার। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি চূড়ান্ত না হলেও টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার কথা।
অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। ড্যারেন স্যামি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ জুন। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ২, ৩ ও ৭ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল । ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে।
এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ নয়। এ কারণেই হয়তো সিরিজটি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা সাকিবের। কারণ, এরপর বাংলাদেশের টানা সূচি। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার কিছু দিনের মধ্যেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। এরপর এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ।