ওমান, কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ ‘সম্রাট পৃথ্বীরাজ’!
আজ শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'। শুরুতেই বিতর্কে পড়ে গেছে সিনেমাটি। ওমান,কুয়েত এবং কাতার- মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে 'খিলাড়ি'র নতুন সিনেমা।
সূত্র মারফত জানা যাচ্ছে, ওমান ও কুয়েতে সরকার এই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করলেও কারণ প্রকাশ্যে আনেনি। তবে কাতারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনরকম ঘোষণা করা হয়নি।
সুলতানি শাসকদের বিরুদ্ধে দিল্লির শেষ হিন্দু সম্রাটের লড়াই এই ছবির প্রেক্ষাপট। ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর এই ছবি দ্বাদশ শতাব্দীতে চাঁদ বরদাই-এর 'পৃথ্বীরাজ রাসো' অবলম্বনে তৈরি হয়েছে। ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন 'মিস ওয়ার্ল্ড ২০১৭' মানুষী চিল্লার। এই ছবির সঙ্গেই বলিউডে পা রাখলেন মানুষী।
প্রবল পরাক্রমশালী বীরযোদ্ধা পৃথ্বীরাজের পাশাপাশি প্রেমিক পৃথ্বীরাজকেও এই ছবিতে দেখা যাবে। পৃথ্বীরাজ-সংযুক্তার প্রেমকাহিনির উদাহরণ আজও জনশ্রুতিতে বিখ্যাত হয়ে রয়েছে। কনৌজের রাজা জয়চন্দ্রের কন্যা ছিলেন সংযুক্তা। সেই ভূমিকাতেই রয়েছেন মানুষী।
এর আগেও বিতর্কে নাম জড়িয়েছিল অক্ষয়ের ছবি। করণি সেনার দাবি মেনে 'পৃথ্বীরাজ' থেকে এই ছবির নাম পালটে রাখা হয় 'সম্রাট পৃথ্বীরাজ'।