স্যাটেলাইট থেকে সীতাকুণ্ড ডিপোর আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের যে এলাকায় ডিপোতে আগুন লেগেছে, রাসায়নিক আগুনের কারণে জুম আর্থের স্যাটেলাইট ভিউতে সেই এলাকাকে লাল দেখাচ্ছে।
শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে ভাটিয়ারিতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার ফলে একসঙ্গে অনেকগুলো রাসায়নিকের কনটেইনার বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালা ভেঙে যায়। ৪ কিলোমিটার দূরের এলাকা থেকেও বিস্ফোরণের ধাক্কা টের পাওয়া গেছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী অন্তত ৪৯ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, একটি হাইড্রোজেন পারঅক্সাইডভর্তি রপ্তানি কনটেইনার থেকে আগুনের সূত্রপাত।