আগুনের ৩০ গজের মধ্যে ফুয়েল স্টেশন, বড় ঝুঁকির শঙ্কা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার টার্মিনালের আগুন গত ৪০ ঘণ্টায়ও নিভেনি। জ্বলন্ত কনটেইনার থেকে ৩০ গজেরও কম দুরত্বে রয়েছে একটি ফুয়েল স্টেশন, যা নতুন এক ঝুঁকির সৃষ্টি করেছে।
চলমান পরিস্থিতিতে এই স্টেশনটি সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সরেজমিনে দেখা যায়, কনটেইনারগুলোর ভেতর এখনো আগুন জ্বলছে। পাশে থাকা ফুয়েল স্টেশনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য মনিটর (বিশেষ যন্ত্র) দিয়ে দূর থেকে পানি ছিটাচ্ছেন ফায়ার ফাইটাররা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার উচিং মারমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পেট্রোল পাম্পটি আগুনের কাছাকাছি হওয়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য ডিপোর পশ্চিম পাশে যাতে আগুন আসতে না পারে তা নিশ্চিত করতে ক্রমাগত পানি ছিটানো হচ্ছে।"
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল হক টিবিএসকে বলেন, "কনটেইনারের ভেতরে পানি প্রবেশ করানো যাচ্ছে না। এখনো বিভিন্ন স্থানে হাইড্রোজেন পার অক্সাইডের ড্রাম পড়ে আছে। তাই ঝুঁকি নিয়ে ভেতরে যাওয়া যাচ্ছে না।"
ফায়ার সার্ভিসের কুমিল্লা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, "পেট্রোল আন্ডারগ্রাউন্ডে থাকায় আগুন নতুন করে আর ছড়াবে না বলে আশা করছি। তবে পুরোপুরি নিভতে আরও সময় লাগবে।"
ভয়াবহ এ আগুনে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৯ কর্মীসহ ৪৯ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে সিভিল সার্জন মো. ইলিয়াস । আহত ও দগ্ধের সংখ্যা প্রায় ২০০।