ইতালি ফেরতদের আচরণের সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী
ইতালী থেকে ফেরত আসা বাংলাদেশি যেসব নাগরিক আশকোনার হজ ক্যাম্পে উগ্র আচরণ করেছেন, তাদের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থে তাদের সেখানে রাখা হয়েছে। সরকারের সাধ্যমতো তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।
রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোয়ারেন্টিনে তাদের সবাইকে একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়। সরকারের পক্ষ থেকে আরও উঁচুমানের জায়গায় রাখা সম্ভব হয়নি। সেখানে কমন টয়লেট ব্যবহার করার ব্যবস্থা আছে। তাদের খাবার দেওয়া হয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশেনের মোটেল থেকে। কেউ কেউ হয়তো আশা করতে পারেন, আরও উঁচুমানের তারকা হোটেলের খাবার। এটা সম্ভব হয়নি।
শনিবার ইতালি থেকে ফেরত আসা ১৪২ জনকে আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টিনে নিয়ে যাওয়ার পর বেশ কিছু প্রবাসী বিক্ষোভ করেন। তারা নিজেদের বাড়ি ফেরার দাবি জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, রোববার রাত ১২টা এক মিনিট থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশে বিমান চলাচল দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। যেসব দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল নিষিদ্ধ করেছে, তাদের সঙ্গেও বিমান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া অন অ্যারাইভেল ভিসা দেওয়া বন্ধ রাখবে সরকার।