কেন্দ্রীয় ব্যাংকের ইডি হলেন আবুল কালাম আজাদ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) পদে পদোন্নতি পেয়েছেন ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সের পরিচালক ও ব্যাংকের সহকারী মুখপাত্র ভি. এম. আবুল কালাম আজাদ।
ভি. এম. আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
পরে তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অফ কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্সে দক্ষতা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আজাদের জন্ম যশোর সদর উপজেলায়।