আগের অবস্থায় ফিরে গেল ডাকঘর সঞ্চয়ের সুদ হার
ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তিন বছর মেয়াদি বিনিয়োগে ১১ দশমিক ২৮ শতাংশই সুদ পাবেন গ্রাহকরা।
এছাড়া এক বছর মেয়াদি বিনিয়োগে ১০ দশমিক ২০ শতাংশ এবং দুই বছর মেয়াদি বিনিয়োগে ১০ দশমিক ৭০ শতাংশ পাবেন তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিন আগামীকাল ১৭ মার্চ থেকে আগের সুদ হার কার্যকর হবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।
ওইদিন তিনি আরও বলেন, অটোমেশন প্রক্রিয়ার পর ডাকঘর সঞ্চয় স্কিম দুই লাখের বেশি হলেও তাদের পরিচয় নিশ্চিত করতে টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হবে। সেদিন থেকে আগের মতো ১১ দশমিক ২৮ শতাংশ সুদের হার আবারও ফিরে যাবে। প্রথমে জেলা পর্যায়ে এবং পরে উপজেলা পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে ।
গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘরে আমানতের সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করে সরকার। তিন বছর মেয়াদি বিনিয়োগে ১১ দশমিক ২৮ শতাংশ থেকে নামিয়ে ৬ শতাংশ করে সরকার।