আইপিএল এখন ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও দামি!
ভারতে সবচেয়ে বেশি দর্শক রয়েছে যে ক্রিকেট টুর্নামেন্টটির, তার নাম নিঃসন্দেহে ভারতীয় প্রিমিয়ার লিগ বা আইপিএল। দেশের ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সের মানুষের কাছে এটি তুমুল জনপ্রিয়। এবার জনপ্রিয় এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্বের জন্য ধনকুবেরদের লড়াই এই প্রতিযোগিতাকে ইংলিশ প্রিমিয়ার লিগের চাইতেও দামি করে তুলেছে!
নিলামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আইপিএল এর টেলিভিশন স্বত্ব জিতে নিয়েছে ওয়াল্ট ডিজনি কর্পোরেশন। অন্যদিকে, প্যারামাউন্ট গ্লোবাল লিমিটেড ও মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর যৌথ উদ্যোগ, ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড ৬.২ বিলিয়ন ডলারের বিনিময়ে টুর্নামেন্টের ডিজিটাল স্ট্রিমিং লাইসেন্স নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বিষয়টির সাথে সংশ্লিষ্টরা।
ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট জানিয়েছে, সাম্প্রতিক নিলামের ফলে আইপিএল এর একটি ম্যাচের সম্প্রচার মূল্য দাঁড়িয়েছে ১৫.১ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রতি ম্যাচের মূল্য ১১ মিলিয়ন ডলার। শুধু ইপিএল-ই নয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ বেজবল ও বাস্কেটবল লিগগুলোর ম্যাচপ্রতি মূল্যকেও পেছনে ফেলেছে আইপিএল। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের ম্যাচপ্রতি মূল্যের (১৭ মিলিয়ন ডলার) চেয়ে কিছুটা পিছিয়ে আছে ভারতের এই টুর্নামেন্ট।
চলতি বছরে আইপিএল এর দর্শকসংখ্যা ছিল ৬০ কোটি। ১৪০ কোটি লোকের বাজারে সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধিতে আইপিএল প্রধান প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০১৭ সালের নিলামের তুলনায় এবার তিন গুণ বেশি দামে বিক্রি হয়েছে আইপিএল এর সম্প্রচার স্বত্ব।
কাউন্টারপয়েন্ট রিসার্চ এর কনসালটেন্সি শাখার গবেষণা পরিচালক তরুণ পাঠকের মতে, "মিডিয়া কোম্পানিগুলো আইপিএলকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দেখছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছ থেকে এটি সর্বোচ্চ সাড়া পাচ্ছে। মূলকথা হলো, কোম্পানিগুলো আসলে ভারতের ভবিষ্যতের উপর বাজি ধরছে।"
সূত্র: ব্লুমবার্গ