ফের ব্যর্থ শান্ত-মুমিনুল, বিপদে বাংলাদেশ
ভালো সময়কে এতোটাই পেছনে ফেলে এসেছেন যেন, সেটা আর খুঁজে পাচ্ছেন না নাজমুল হোসেন শন্ত ও মুমিনুল হক। দীর্ঘদিন ধরে নিজেদের ছায়া হয়ে থাকা বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান আবারও দলকে হতাশ করলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া শান্ত-মুমিনুল দ্বিতীয় ইনিংসেও কিছু করতে পারলেন না। দলকে বিপদে রেখেই সাজঘরে ফিরে যান তারা।
এ দুজনের বিদায়ের পর আরও দুটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে আছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। ইনিংস হার এড়াতে বাংলাদেশকে আরও ৪৮ রান করতে হবে। কঠিন এই কাজ সারতে চেষ্টায় আছেন অধিনায়ক সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। সাকিব ৫ ও সোহান ২ রানে অপরাজিত আছেন।
ক্যারিবীয় পেসারদের তোপে মাত্র ১০৩ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। জবাবে ২৬৫ রান করপা ক্যারিবীয়রা প্রথম ইনিংসেই ১৬২ রানের লিড পায়। এই রান পাড়ি দিয়ে স্বাগতিকদের লক্ষ্য দেওয়ার মিশন নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৩৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় তারা।
দ্বিতীয় দিনের শেষভাগ অবশ্য সামলে নেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। ২ উইকেটে ৫০ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন বেশি পথ পাড়ি দিতে পারেনি এই জুটি। দলীয় ৬৪ রানে বিদায় নেন শান্ত। ফেরার আগে ১৭ রান করেন তিনি।
বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছেন বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৬টি টেস্ট (চলতি ম্যাচের ২ ইনিংসসহ) খেললেও বলার মতো কিছু করতে পারেননি তিনি। ১১ ইনিংসের মধ্যে তার সর্বোচ্চ রান ৩৮। শেষ ৫ ইনিংসে শান্তর রান মাত্র ২৮।
একই অবস্থা সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকেরও। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে করেছেন ৪ রান। শান্তর মতো তিনিও সর্বশেষ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন জানুয়ারিতে নিউজিল্যান্ডে। এরপর যে নিজেকে হারিয়েছেন, আর খুঁজেই পাচ্ছেন না।
সর্বশেষ ১১ ইনিংসে মুমিনুলের রান মাত্র ৬৫, সর্বোচ্চ ৩৭। এই ১১ ইনিংসের মধ্যে ৪ বারই রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন তিনি। মুমিনুলের বিদায়ের পর লিটন কুমার দাস দারুণ শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ডানহাতি এই ব্যাটসম্যান ১৫ বলে ১৭ রান করে থামেন। জয় ১৫৩ বলে ৪২ রান করে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসেন।