মুমিনুল বাদ, আট বছর পর টেস্টে বিজয়
প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ে বড় হার মেনে নিতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় টেস্ট দিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে গেছে। টস হেরে ব্যাটিংয়ে নামছে সফরকারীরা। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।
বাংলাদেশ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন কিছুদিন আগেই টেস্ট অধিনায়কত্ব ছাড়া মুমিনুল হক। পাঁচ বছর পর বাদ পড়লেন তিনি। মুমিনুলের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। দীর্ঘ ৮ বছর পর টেস্ট খেলছেন তিনি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজে এই সেন্ট লুসিয়াতেই জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেন বিজয়।
একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমানও। তার বদলে জায়গা পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ একটি পরিবর্তন এনেছে। গুডাকেশ মটির জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অ্যান্ডারসন ফিলিপ। আজই অভিষেক হতে যাচ্ছে তার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), রেমন রিফার, আলজারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ ও জেডেন সিলস।