ভোমরা থেকে পদ্মা সেতু দিয়ে সাড়ে ৫ ঘণ্টায় ঢাকা পৌঁছেছে পণ্যবাহী ট্রাক
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে ৩৫টি পন্যবাহী ট্রাক পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র সাড়ে ৫ ঘণ্টায় রাজধানীতে প্রবেশ করেছে।
ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে। আগে আরিচা ফেরি ঘাট দিয়ে ঢাকায় আসতে ট্রাকগুলোর ৭-১০ ঘণ্টা লাগতো। কখনো কখনো যানজটে আটকা পড়লে তার থেকে বেশী সময় চলে যেতো।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানান, ভোমরা বন্দর থেকে সকাল থেকে বিভিন্ন সময়ে ৩৫টি পন্যবাহি ট্রাক রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
"এসব ট্রাকগুলোতে রয়েছে ফল, শুকনা মরিচ, পাথর ও সিরামিক কসমেটিকসের র ম্যাটেরিয়ালস। ভোমরা থেকে রওনা হয়ে সাড়ে ৫ ঘণ্টায় এসব ট্রাকগুলো রাজধানীতে পৌঁছে গেছে। পদ্মা সেতুর মাধ্যমে আমাদের এতদিনের ভোগান্তি দূর হয়েছে", দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন তিনি।
"আমাদের বন্দর দিয়ে গম, ভূসি, ভুট্টা যেসব পণ্য ভারত থেকে আমদানি হয় সেগুলোর বেশিরভাগ পদ্মার এপারে বন্টন হয়। কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এদিকে যায় বেশি। খুব কম সংখ্যক ট্রাক রাজধানীতে যায়। কারণ ভোমরা বন্দরে কাস্টমস হাউজ না থাকায় সকল পণ্য আমদানির সুযোগ নেই। ৫৭টি পণ্য আমদানির সুযোগ থাকলেও আমদানি হয় মাত্র ৩০-৩৫টি পণ্য। বেশি আমদানি হয় পাথর।"
ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউজ আগামী ডিসেম্বর মাসে চালু হওয়ার কথা আছে বলে জানান তিনি।