পাঞ্চ নিয়ে ব্যস্ত মেঘলা ও নিলয়
নতুন ছবি 'পাঞ্চ' নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও মেঘলা মুক্তা। প্রায় ছয় বছর আগে নিলয় 'অল্প অল্প প্রেমের গল্প' সিনেমায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন তার সাবেক স্ত্রী ও অভিনেত্রী শখ। তবে এবার তার সহশিল্পী মেঘলা মুক্তার বাংলাদেশে প্রথম সিনেমা হতে যাচ্ছে 'পাঞ্চ'। এর আগে মেঘলা দুটি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। সেগুলোর একটি মুক্তি পায় গত বছর।
'পাঞ্চ' পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোমিনুল হক। পরিচালক বললেন, 'আমরা ছয়দিন আগে শুটিং শুরু করেছি। চলবে ৩০ মার্চ পর্যন্ত। ইনডোর, আউটডোর মিলিয়েই শুটিং চলছে। তবে করোনা নিয়ে একটু টেনশনে আছি। দেখা যাক কি হয়!'
একটানা শুটিং শেষ করার ইচ্ছা জানিয়েছেন পরিচালক। সেভাবেই তারকাদের কাছ থেকে সিডিউল নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে মেঘলা মুক্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ছবিটির চিত্রনাট্য পড়েই ভালো লেগে যায়। এ কারণেই অভিনয় করা। আগে তেলুগু ছবিতে কাজ করলেও বাংলাদেশের ছবিতে এই প্রথম লিড রোল করছি। এটা আমার জন্য অন্য রকম আবেগের।'
মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে এই সিনেমার গল্প লেখা হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন কবির এই খেলার সঙ্গে জড়িয়ে পড়ে। অন্যদিকে পর্দার আড়ালে ঘটে নানারকম অবৈধ কাজ।
জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোমিনুল হক।