‘চাবুক দিয়ে কি করবো?’, ইন্ডিয়ানার কস্টিউম দেখে হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন হ্যারিসন ফোর্ড!
১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেইডার্স অব দ্য লস্ট আর্ক’ ছবিতে ইন্ডিয়ানা জোনস চরিত্রে প্রথম অভিনয় করেন হ্যারিসন ফোর্ড। কিন্তু এই চরিত্রের জন্য তার কস্টিউম দেখেই আঁতকে ওঠেন ফোর্ড।