ওয়েব সিরিজ 'অভয় ২'-এ বিপ্লবী ক্ষুদিরাম বসু দাগী আসামি! ক্ষমা চাইল প্রযোজনা প্রতিষ্ঠান জিফাইভ
কুনাল খেমু অভিনীত এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বের একটি দৃশ্যে দেখা যায় থানায় মোস্ট ওয়ান্টেডের বোর্ডে ঝোলানো রয়েছে উপমহাদেশের ইংরেজ বিরোধী স্বাধীনতা সংগ্রামের কনিষ্ঠতম বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ছবি।