আম্মার নিজের পায়ে দাঁড়াতে চায়, হাঁটতে চায়, এখন হাঁটুতে ভর দিয়ে চলাই কষ্ট 

আম্মার হাসতে খুব ভালোবাসে। কিন্তু জীবন তাকে দুঃখের জাল ছিঁড়তে দেয় না। তাইতো বারান্দায় বসে বিকাল কাটাতে কাটাতে ভাবে, ভালো হলে এক দৌড়ে গাঁয়ের ও মাথায় চলে যাবে। সঙ্গে থাকবে আমির হামজা আর হানজালা।...