চাল চকচকে করতে গিয়ে ১৬-১৭ লাখ টনের ঘাটতি: খাদ্যমন্ত্রী

একদিকে চালে ঘাটতি, অন্যদিকে পলিশ করার কারণে পুষ্টিগুণের কমে যাওয়ার প্রেক্ষাপটে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চকচকে চাল না খাওয়ার পরামর্শ দিয়েছেন।