এক বিশ্বকাপে ২৬ খেলোয়াড়কে মাঠে নামিয়ে রেকর্ড ব্রাজিলের
ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচে তিতে শেষ ১০ মিনিটে গোলকিপার অ্যালিসন বেকারের জায়গায় মাঠে নামান ওয়েভারটনকে। এ নিয়েই ব্রাজিলের নামের পাশে জুড়ে গেছে স্কোয়াডের ২৬ ফুটবলারকেই মাঠে নামানোর নতুন এই রেকর্ড।