ড্রাকুলা বাস্তবে কেমন ছিলেন? সাড়ে পাঁচশ বছর পুরনো চিঠি থেকে বের করা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র
ব্রাম স্টোকার তার ড্রাকুলার জন্য যার জীবন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, সেই ভ্লাদ ড্রাকুলার লেখা চিঠি থেকে তার ঘাম, আঙুলের ছাপ আর লালার মতো জেনেটিক উপাদান খুঁজে বের করা হচ্ছে।