বিশ্বের শীর্ষ ১০ ধনী নারী: যেভাবে বিপুল সম্পদের মালিক হলেন তারা
২০১৭ সালে মায়ের মৃত্যুর পর ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার ল’রিয়াল ব্র্যান্ডে তার মায়ের ৩৩ শতাংশ শেয়ারের মালিক হন, যার মূল্য প্রায় ৭০ বিলিয়ন ডলার! বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায়ও ১০ নম্বরে রয়েছেন এই নারী।