সক্ষমতার মাত্র ২৫% উৎপাদন করছে দেশের সবচেয়ে বেশি স্যালাইন উৎপাদনকারী কোম্পানি 

দৈনিক এক লাখ ব্যাগ স্যালাইন উৎপাদনের সক্ষমতা থাকা লিব্রা ইনফিউশনস উৎপাদন করছে মাত্র ২৫ হাজার ব্যাগ। 'অপারেটিং ক্যাপিটাল' না থাকার কারণে বাধ্য হয়ে উৎপাদন কমানোর দাবি করেছে কোম্পানিটি।