১৮ বছর ধরে বান্দরবানে জুমচাষীদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে দুইটি 'রাইস ব্যাংক'
খাদ্য সংকটে পড়লে রাইস ব্যাংক থেকে ৫০ হাঁড়ি পর্যন্ত ধান ধার নিতে পারে যে কেউ। পরের বছর জুমের ধান তোলার পর ১০ হাঁড়ির বিপরীতে ১৩ হাঁড়ি করে (১০ হাঁড়ি ধান নিলে বাড়তি ৩ হাঁড়ি দিয়ে শোধ করতে হয়) ধান শোধ...