আ’লীগ নেতার গুদামে কাবিখার ৭ হাজার ৬৮০ কেজি চাল

বরিশালের ওই গুদাম থেকে খাদ্য অধিদফতরের সিল থাকা ৭টি বস্তা ভর্তি চালসহ মেঝেতে স্তুপ করে রাখা ৭ হাজার ৬৮০ কেজি চাল জব্দ করা হয়েছে। এছাড়া সেখান থেকে খালি ২৪৯টি বস্তা উদ্ধার করা হয়েছে।