সামুদ্রিক কচ্ছপের স্ট্যু খেয়ে ফিলিপাইনে ৩ জনের মৃত্যু, ৩২ জন হাসপাতালে ভর্তি
স্থানীয় কর্মকর্তারা জানান, ফিলিপাইনের উপকূলীয় ডাটু ব্লাহ সিংসুয়াত শহরে আদিবাসী টেডুরাই সম্প্রদায়ের লোকজন কচ্ছপের মাংস দিয়ে তৈরি খাবার খাওয়ার পর ডায়রিয়া, বমি এবং পেটের ব্যথায় আক্রান্ত হন।