পানিতে পঁচছে ৬ কোটি টাকার বাঁশ

রাঙামাটিতে পরিবহনের অনুমতি না পাওয়ায় পানিতে পঁচে নষ্ট হচ্ছে ছয় কোটি টাকার এসব বাঁশ। বাঁশের মধ্যে রয়ে মুলি, মিটিঙ্গা, ডুলু, পারবোয়া ও বাজ্জে বাঁশ।