সবচেয়ে কম বয়সে ৮ হাজার মিটার উঁচু ১৪ পর্বতর্শৃঙ্গের চূড়ায় উঠে রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

কাঠমন্ডু থেকে এএফপিকে জানানো হয়, নেপালি তরুণ নিমা রিনজি শেরপা বুধবার সকালে তিব্বতের ৮০২৭ মিটার উঁচু শিশা পাংমার চূড়ায় পৌঁছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানোর মিশন সম্পূর্ণ করেছেন।