তামিম ঝড়ের দিনে চট্টগ্রামের জয়, অল্প পুঁজি নিয়েও জিতল খুলনা
অল্প সংগ্রহ নিয়েও জিতেছে নুরুল হাসান সোহানের দল খুলনা বিভাগ। আরেক ম্যাচে দেখা গেছে তামিম ইকবালের ব্যাটিং ঝড়। পরে প্রতিপক্ষ ওপেনার তৌফিক খান তুষার তাণ্ডব চালালেও জিতেছে তামিমদের দল চট্টগ্রাম বিভাগই।