মাইলেজের দাবি পূরণ হয়নি, ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতির সিদ্ধান্ত রেলের রানিং স্টাফদের
রেলওয়ে রানিং স্টাফদের মধ্যে লোকোমাস্টার (এলএম), সহকারী লোকোমাস্টার (এএলএম), ও সাব-লোকোমাস্টার (এসএলএম) রয়েছেন। আট ঘণ্টার কর্মদিবস থাকলেও তাদের গড়ে ১৫–১৮ ঘণ্টা কাজ করতে হয়।